Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

জাতীয়  রাজস্ব বোর্ড,ঢাকার আদেশ অনুসারে কর অঞ্চল-২,চট্রগ্রাম ১৯৯২ সালে গঠিত হয় ।জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের অধীনে দেশব্যাপী বিভিন্ন কর অঞ্চলের মধ্যে কর অঞ্চল-২,চট্রগ্রাম অন্যতম ।গত ২০১১ সালে কর বিভাগ পুনর্গঠন ও সম্প্রসারন পরবর্তী কর অঞ্চল-২,চট্রগ্রাম এর অধীনে বর্ত্মানে অন্যান্য সকল কর অঞ্চলের ন্যায় ৪টি পরিদর্শী রেঞ্জ ও২২ টি সার্কেল রহিয়াছে ।অধিক্ষেত্রাধীন করদাতাগনের আয়কর সংক্রান্ত্র সেবা প্রদানসহ আয়কর আইনসমূহের প্র্যোগ নিশ্চিতকরন ও জাতীয় রাজস্ব আহরনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা কর অঞ্চল-২,চট্রগ্রাম এর মূল দায়িত্ব।